Saturday, August 8, 2015

"বিখ্যাত ICT বিজ্ঞানীদের পরিচিতি ও অবদান"




নামঃ হাবার্ট মার্শাল ম্যাকলূহান
জন্মঃ ১৯১১ খ্রিস্টাব্দ
দেশঃ কানাডা
জাতীয়তাঃ কানাডিয়ান 
মৃত্যুঃ ১৯৮০ খ্রিস্টাব্দ



তিনি যোগাযোগ তত্ত্বের প্রবক্তা এবং বিশ্বগ্রাম (Global Village)ধারণার উদ্ভাবক হিসেবে পরিচিত। তিনি ওয়াল্ড ওয়াইড ওয়েব (www)আবিষ্কারের প্রায় ৩০ বছর পূর্বেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।


নামঃ ড. মার্টিন কুপার
জন্মঃ ২৬/১২/১৯২৪
দেশঃ মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাঃ আমেরিকান


তিনি সেল ফোনের জনক। তিনিই ১৯৭০ সালেই প্রথমবারের মত মোবাইল ফোন থেকে কথা বলেন এবং এ ফোন বাজারজাত করেন। আধুনিক রেডিও ওয়েব ব্যবস্থাপনায় তিনি শীর্ষস্থানীয় আবিষ্কারক। 

নামঃ জর্জ বুলি
জন্মঃ ১৮১৫ খ্রিস্টাব্দ
দেশঃ ইংল্যান্ড
জাতীয়তাঃ ব্রিটিশ
মৃত্যুঃ ১৮৬৪

তিনি গাণিতিক যুক্তিবিজ্ঞানের জনকদের একজন। সর্বপ্রথম ১৯৪৭ সালে একটি অ্যালজেবরার প্রচলন করেন যেখানে “সত্য ও মিথ্যা” এ দুটি মান নিয়ে চিন্তা করা হয়। তার নামানুসারে এ অ্যালজেবরাকে বুলিয়ান অ্যালজেবরা নামকরন করা হয়। বর্তমানে সময়ে কম্পিউটার ও বীজগণিতে এর গুরুত্ব রয়েছে।


নামঃ টিম বার্নার্স লী 
জন্মঃ ৮-৭-১৯৫৫ 
দেশঃ ইংল্যান্ড 
জাতীয়তাঃ ব্রিটিশ 



তিনি একজন পদার্থবিদ হলেও একাধারে কম্পিউটারেরে এম.আই.টি বিজ্ঞানী অধ্যাপক এবং www এর জনক। তিনি প্রথম ১৯৮০ সাল Html এর প্রাথমিক রূপদান করেন। এর পরবর্তীতে ১৯৮৯ সালে Html তৈরী করে ওয়েব পেইজ উন্নয়নে যুগান্তকারী অবদান রাখেন।


 নামঃ ডেনিস রিচি 
জন্মঃ ৯-৯-১৯৪১ 
দেশঃ মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাঃ আমেরিকান



লেখা “দ্যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইটি প্রকাশের পর মাইক্রো কম্পিউটারের জনপ্রিয়তা বাড়তে থাকে। তিনি সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন ও ইউনিক্স এর উন্নয়নে অবদানের জন্য ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রেরর জাতীয় প্রযু্ক্তি লাভ করেন। 


নামঃ এডগার ফ্রান্ক কড
জন্মঃ ১৯-৮-১৯২৩
দেশঃ ইংল্যান্ড
জাতীয়তাঃ ব্রিটিশ
মৃত্যুঃ ১৮-৪-২০০৩



তিনি রিলেশন ডাটাবেজ তত্ত্বে অসামান্য অবদানের জন্য বিখ্যাত হয়ে আছেন। আই.বিএম এর কাজ করার সময় তিনি ডাটাবেজ ব্যবস্থাপনা সম্পর্কিত মডেল উদ্ভাবন করেন।রিলেশন ডাটাবেজ তত্ত্বের জন্য তাঁকে টুরিং পুরস্কারের ভুষিত করা হয়।