IT Club

Outsourcing অর্থ হল বাইরের কোন উৎস হতে আয় করা । অর্থাৎ Outsourcing বলতে মুলত পড়াশোনা বা অন্যান্য কাজে পাশাপাশি অতিরিক্ত আয় করাকে বুঝায় । ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয় । যারা আউটসোর্সিংয়ের কাজ করেন তাদেরকে বলে ফ্রিল্যান্সার।ফ্রিল্যান্সার মানে হলো মুক্ত বা স্বাধীন পেশাজীবী। আর যিনি কাজ দেন তাকে বলা হয় বায়ার বা এমপ্লয়ার। আপনিও পারবেন আপনিও আপনার পড়াশোনা, চাকুরী বা অন্যান্য কাজের পাশাপাশি আউটসোর্সিং এর মাধ্যমে অনলাইনে আয় করতে পারেন। আউটসোর্সিং বর্তমানে দিনদিন জনপ্রিয় হচ্ছে। দৈনিক পএিকাগুলোতে নিয়মিত দৃষ্টি রাখলেই এ ব্যাপারে অনেক খবর জানতে পারবেন।  সবচেয়ে বড় বিষয় হল আউটসোর্সিংয়ে আপনাকে কোন টাকা ইনভেষ্ট করতে হবেনা। তাই আপনি ঝুকি মুক্ত্ত।কাজ করলে টাকা পাবেন আর না করলে পাবেন না। এখানে আপনার হারানোর কিছুই নেই। আউটসোর্সিং করতে হলে কি করতে হবে? আউটসোর্সিং করার জন্য আপনাকে কোন একটা বিষয়ে দক্ষতা অজন করতে হবে

আউটসোর্সিং করার জন্য কি কি প্রয়োজন ?

আউটসোর্সিংয়ের জন্য আপনার মাত্র তিনটি জিনিসের প্রয়োজন। এক নম্বরে ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার।
দ্বিতীয় নম্বরে আউটসোর্সিং এর কোন একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করা।

আর তৃতিয় নম্বরে হলো প্রচু পরিমান ধৈর্য........
অন্ধকারে না থেকে আউটসোর্সিং সম্পর্কে ভালো ভাবে জানুন ;আউটসোর্সিং শিখুন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে নিজে অর্থনৈতিকভাবে সাবলম্বী হউন । আর সেইসাথে সমৃদ্ধ দেশ গড়ার কাজে অংশ নিন।
 আউটসোর্সিং শেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিন্তু কোথায় শিখবেন তা বুঝতে পারছেন না...
তারা চট্টগ্রামে Beacon IT নামে আউটসোর্সিং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। নিচে লিংকে ক্লিক করুন..
Beacon IT

No comments:

Post a Comment